ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না: মির্জা আব্বাস

প্রকাশিত: ০৩:৩৯, ১২ মার্চ ২০২৫; আপডেট: ০৪:২৩, ১২ মার্চ ২০২৫

একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না: মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি বিশেষ দল সম্পর্কে কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র কিছুই লিখছেন না। কিছুই লিখছেন না আপনারা। শুধু লিখছেন বিএনপি সম্পর্কে, যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন।’ তিনি বলেন, ‘আরও অনেক কিছু আছে তো। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিছুই লিখছেন না।’ 

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা আব্বাস। ‘আমরা বিএনপি পরিবার’ নামে বিএনপির একটি সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘কোন ব্যবসায়ীর হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কত টাকা দেয়, কোন ব্যবসায়ী আজকে আমাদের অনেক রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে? যাদের নামে হত্যা মামলা থাকার পরও একটি দুটি নয়, এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই-আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় অনেক ব্যবসায়ী জড়িত আছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছুই লিখছেন না।’ এতে দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে উল্লেখ করে কেন এসব ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন হচ্ছে না।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের সম্মেলন হয়। ‘ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা গ্রেপ্তার হয়নি, কেন হয়নি, এটা আপনাদের তুলে ধরা দরকার। কারণ, এই সমস্ত লোক যারা অবৈধভাবে গত ১৭ বছরে টাকা কামিয়েছে, আগামী ১৭ বছর এই টাকা খরচ করবে বাংলাদেশ ধ্বংস করার পেছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিদের তুলে ধরেন। সাবধান করেন।’

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1CSJEVxRq2/

রিফাত

×