
ছবিঃ সংগৃহীত
ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন, উনারা যদি ইসলামিক সংগঠনের কথা বলেন, আমি ওনাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, যখন আওয়ামী হায়েনারা বাংলাদেশের সংবিধান থেকে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস উঠিয়ে নিয়েছিল তার প্রতিবাদে এই সংগঠন ইসলামের জন্য কী কর্মসূচি দিয়েছিল। আমরা এখান থেকে থেকে জানতে চাই।
তিনি আরো বলেন, আমরা জানতে চাই, ইসলামের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো রয়েছে, ইসলামকে নিয়ে যখন একেকজন ফতোয়াবাজ একেকরকম কথা বলে, আমরা দেখেছি বিভিন্ন দরবার খুলে ইসলামের অপব্যাখ্যা দেওয়া হয়। সেইখানে শুধু ভোটের রাজনীতির কারণে তারা কোরআনের সাথে কোন সাংঘর্ষিক কথা বলে না। সেগুলো আমরা জাতির সামনে প্রশ্ন করতে চাই। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আপনি ইসলামি সংগঠনের কথা বলবেন। ইসলাম তো সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ৬ হাজার ছয় শো ৬৬ টি আয়াতের একটি আয়াতের সাথে যদি আপনি আপোষ করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ কোরআনের সাথে বিরোধিতা করছেন।
শীতের দিনে শীতের ওয়াজ, আর গরমের দিনে গরম ওয়াজ হবে আর আমরা বলব আপনারা ইসলামের ঝান্ডাবাহী সেইটা তো হতে পারে না। আমাদের মনে এক কথা আর বাস্তবে আরেক কথা নেই। আমরা যেটা বলি, সেটা মেনে চলি।
রিফাত