ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৪০ বছর আমেরিকায় থাকা ব্যক্তি কীভাবে সংবিধান সংস্কারক হন?: বিএনপি নেতা

প্রকাশিত: ০১:০৭, ১২ মার্চ ২০২৫

৪০ বছর আমেরিকায় থাকা ব্যক্তি কীভাবে সংবিধান সংস্কারক হন?: বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, অধ্যাপক আলী রিয়াজ ৪০ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন, তাই তার পক্ষে দেশে এসে সংবিধান সংস্কারের কথা বলা যৌক্তিক নয়। তিনি মনে করেন, আলী রিয়াজের বক্তব্য শুধু রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য দেওয়া হয়েছে।

এক টকশোতে ফজলুর রহমান বলেন, "উনি যদি এতই দেশের কল্যাণ চান, তাহলে এতদিন বিদেশে থাকতেন না। আমিও দুইবার লন্ডনের নাগরিকত্ব পেয়েছিলাম, কিন্তু এই দেশ ছেড়ে যাইনি।"

তিনি আরও বলেন, "আলী রিয়াজ যেসব কথা বলেছেন, তা সবই ঝামেলা লাগানোর মতো কথা। উনি চাইলে আমার সামনে এসে বিতর্ক করতে পারেন। আমার অভিজ্ঞতার সামনে উনি দাঁড়াতে পারবেন না, যদিও তিনি আমার চেয়ে বেশি জ্ঞানী হতেই পারেন।"

সূত্র : https://youtu.be/F7diT2ULK1U?si=vvnVRAZ23Al9kwir

আসিফ

×