ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হাসিনা আমলে শান্তিপূর্ণ ভাবে ইফতার মাহফিলও আয়োজন করতে পারেনি বিএনপি 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ০০:৪৪, ১২ মার্চ ২০২৫

হাসিনা আমলে শান্তিপূর্ণ ভাবে ইফতার মাহফিলও আয়োজন করতে পারেনি বিএনপি 

ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক আফজাল হোসেন খান পলাশের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫ টায় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে শহরের হাবেলী গোপালপুর রেল ক্রসিং জামে মসজিদ সংলগ্ন নিজ বাসভবনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,‌ যুগ্ন আহবায়ক আজম খান,‌ যুগ্ন আহবায়ক ‌ খন্দকার ফজলুল হক টুলু, সদস্য রশিদুল ইসলাম লিটন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী এবং পুলিশ-প্রশাসনের বাধায় সে সময় ‌ শান্তি পূর্ণভাবে ইফতার মাহফিলও আয়োজন করতে পারেনি। কিন্তু এখন হাসিনা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে কিন্তু তার এ দেশিয় দোসরদের মাধ্যমে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ও সজাগ থাকতে হবে। 


বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসন থেকে  বিএনপির আহবায়ক ‌ সৈয়দ মোদরেরছ আলী ইসাকে মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাশা করেন। তারা বলেন, ‌আমাদের এই ঐক্য বজায় রেখে আগামী নির্বাচনকে সামনে রেখে একসাথে কাজ করতে হবে। কোন ফ্যাসিস্টের দোসরের সাথে আপোষ করা যাবেনা৷ যারা কঠিন সময়ে দলের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম করেছিলেন তাদেরকে সাথে নিয়ে আগামীর রাজনীতি পরিচালনা করতে হবে৷ এটাই আমাদের কেন্দ্রের নির্দেশ। আর এ নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে৷

রিফাত

×