
ছবিঃ সংগ্রহীত
মঙ্গলবার (১১ মার্চ) গাজী টিভির ‘টাইমলাইন’ টকশোতে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবির মন্তব্য করেছেন যে বর্তমান সরকারের আচরণ সুবিধাবাদী ও সেফ গেম খেলার মতো।
তিনি বলেন, "যারা বর্তমানে সরকারে আছেন, তারা একসময় নারীদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, সামাজিক মাধ্যমে লড়াই করেছেন। এখন তারা আইনপ্রণেতা, উপদেষ্টা—তাদের উচিত নারীদের অধিকারের পক্ষে কঠোর অবস্থান নেওয়া। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।"
তিনি আরও বলেন, "বিশেষত, নারী উপদেষ্টারা যখন বলেন যে নির্যাতনের ঘটনাগুলো সমঝোতার মাধ্যমে মীমাংসা হতে পারে, তখন এটি একটি পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। যৌন হয়রানি বা নিপীড়নের শিকার নারী কখনোই সমঝোতা করার অধিকার রাখেন না। অপরাধীর শাস্তি নিশ্চিত করাই একমাত্র সমাধান।"
সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নানান অপরাধের বিরুদ্ধে কঠোর হবে এবং সমন্বিতভাবে কাজ করবে। এ প্রসঙ্গে নূরুল কবির প্রশ্ন তোলেন, "এর মানে কি এই যে এতদিন তারা কঠোর ছিলেন না? তারা অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করেননি?"
তিনি বলেন, "আমি ধন্যবাদ জানাই, অন্তত তারা স্বীকার করেছেন যে এতদিন তারা কঠোর ছিলেন না। কিন্তু সরকারের আচরণ সুবিধাবাদী। তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে, যেন এটি শুধুমাত্র একটি রুটিন কাজ।"
নূরুল কবির আরও বলেন, "একটি সরকারের কাজ শুধু রাষ্ট্র পরিচালনা করা নয়, বরং নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া। অথচ বর্তমান সরকার এখনো স্পষ্ট করেনি তারা কতদিন ক্ষমতায় থাকতে চায়। তারা স্বল্পকালীন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করছে, যেখানে বড় ধরনের সিদ্ধান্ত এড়িয়ে চলা হয়, যাতে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো কলঙ্ক না লাগে।"
তিনি আরও বলেন, "একটি রাষ্ট্রে যদি অন্যায় হয়, তাহলে সরকারকে কঠোর হতে হবে। কিন্তু বর্তমান সরকার অনেক বিষয়ে নীরব থেকেছে, যা তাদের সুবিধাবাদী আচরণের পরিচয় বহন করে।"
ইমরান