ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে সুপ্ত আগ্নেয়গিরির মত একটি প্রজন্ম তৈরি হয়েছে: শিবির সভাপতি 

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:৩০, ১১ মার্চ ২০২৫

বাংলাদেশে সুপ্ত আগ্নেয়গিরির মত একটি প্রজন্ম তৈরি হয়েছে: শিবির সভাপতি 

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১ই মার্চ শহিদ দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, "বাংলাদেশে সুপ্ত আগ্নেয়গিরির মত একটি প্রজন্ম তৈরি হয়েছে।"

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রায় ২ হাজার কুরআন বিতরণ করেন সংগঠনটির নেতারা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, "ভাইয়ের নামে স্লোগানের রাজনীতি এই প্রজন্ম আর নিবে না, বাংলাদেশে সুপ্ত আগ্নেয়গিরির মত একটি প্রজন্ম তৈরি হয়েছে, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। 'জুলাই-আগস্টে' আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, তবে শিবিরের সংখ্যা উল্লেখ না করাই আমরা শ্রেয় মনে করি, যাতে অন্য শহীদদের অবমূল্যায়ন না হয়। ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার উন্নয়ন ও সুষ্ঠু প্রতিযোগিতা। কেউ সংঘর্ষ বাধানোর চেষ্টা করলেও আমরা আদর্শের পথে অবিচল থাকব।"

তিনি আরও বলেন, "সমাজ যখন সত্য ও ভালোবাসার আকাঙ্ক্ষা হারায়, তখন অন্ধকারে নিমজ্জিত হয়। আমাদের দায়িত্ব হলো নবী (সা.)-এর দাওয়াতি আদর্শ অনুসরণ করে মানুষকে আলোর পথে আনা। ১১ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আদর্শ ও আত্মত্যাগের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ৪জন ভাই ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, যা আমাদের পথনির্দেশক। সত্য ও ন্যায়ের পথে চলতে হলে ত্যাগের বিকল্প নেই। আমরা কুরআনের আলোকে জীবন ও সমাজ গড়ার অঙ্গীকার করছি।'

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফায়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম হোসাইন।

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে শহিদ দিবসের ঘটনাকে ধারণ করে 'রক্তধারা' নামক নাটক প্রদর্শিত হবে। পরিবেশনা করেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রাবি।
 

আবীর

×