
ছবি: সংগৃহীত
জামায়াতের নেতাকর্মীরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের ডাকবাংলো সংলগ্ন দলটির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সন্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, "অতীতে যারাই যখন ক্ষমতায় এসেছিল তারাই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। কিন্তু জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তারা এক পয়সা দুর্নীতি করেছে বলে আজ পর্যন্ত কেউ অভিযোগও করতে পারেনি। এমনকি যতজন এমপি দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধেও কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি।"
প্রধান অতিথি আরও বলেন, "দেশ পরিচালনার দায়িত্ব জনগণ জামায়াতে ইসলামীর হাতে দিলে দেশের সম্পদ লুট হবে না। কারণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এক আল্লাহকে ভয় করে। রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদ মনে করে এবং বিশ্বাস করে।"
সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, "সাংবাদিকদের দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সত্যের পক্ষে অবিচল থেকে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কর্মকাণ্ড তুলে ধরবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন।"
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। এসময় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আবীর