
ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশে দুইটি ধারা তৈরি হয়ে গেছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মাসে নির্বাচন হতেই হবে। কোনো জানুয়ারি নেই, কোনো ফেব্রুয়ারি নেই।
দ্বিতীয়ত ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হওয়া যাবে না। এই বিষয়টি নিয়ে দলটি এতোটা পয়েন্ট অব নো রিটার্নে চলে গেছে যে তারা বুঝতে পেরেছে, তারা যদি এ কাজটি করতে না পারে বাংলাদেশে তাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না এবং তাদেরকে নিয়ে যেসকল দুর্নাম, বদনাম এখন তাদের প্রতিপক্ষ ছড়াচ্ছে স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে সালাউদি্দন সাহেব, মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে একেবারে ছাত্রদল-যুবদলের প্রান্তিক পর্যায়ে যারা নেতাকর্মীরা তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য কখনও এস আলমকে আনা হচ্ছে এরপরে কিছুদিন পরে আওয়ামী লীগের দোসরদের আনা হবে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=gZDLIR8nzgQ
শিহাব