
ছবি: সংগৃহীত।
সাংবাদিক ও কলামিস্ট আশরাফ কায়সার মন্তব্য করেছেন যে, অনেকেই মনে করেন জামায়াতই সরকার চালাচ্ছে। একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে আলোচনার একপর্যায়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "গত সাত মাসে মাঠের তৎপরতা দেখলে দেখা যায়, জামায়াতের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো। আপনি তাদের পছন্দ করুন বা না করুন, অনেকেরই ধারণা, জামায়াত সরকার পরিচালনা করছে। আবার কেউ কেউ মনে করছেন, সরকারের ভেতরে তাদের শক্তিশালী সমর্থন রয়েছে, যা কিছু আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। যেমন—প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে বসে থাকা কিংবা একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মুক্তির জন্য আন্দোলন করা।"
তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের রাজনীতি গত ৫৪ বছরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারলে বোঝা যায়, কেউ সংকটে থাকলে কী ধরনের বক্তব্য দেয়, আবার সুবিধাজনক অবস্থানে থাকলে কীভাবে কথা বলে। তাই ধারণা করা হচ্ছে, জামায়াত অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।"
তিনি আরও বলেন, "বিরোধী দলের ভেতরে বা আন্দোলনকারীদের মধ্যে জামায়াতের সাবেক ও বর্তমান কর্মীদের উপস্থিতি লক্ষণীয়। ফলে প্রশ্ন উঠছে, জামায়াত কি এখন ইরানের মতো কোনো প্রক্সি সংগঠন তৈরি করছে? যেমন—হিজবুল্লাহ, হামাস বা ইয়েমেনে দেখা যায়। জামায়াত কি এমন একটি রাজনৈতিক অবস্থানে পৌঁছেছে? তবে নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর নির্দিষ্ট একটি ভোটব্যাংক থাকলেও, মূলধারার রাজনীতিতে প্রবেশ করতে হলে উদারপন্থী হতে হবে। কিন্তু সেটা তারা কতটা করতে পারবে, সেটাই প্রশ্ন।"
তিনি বলেন, "ভোট কোন নির্দিষ্ট জায়গায় স্থির থাকে না; এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। রাজনৈতিক দলগুলোকে কৌশল নির্ধারণ করতে হবে এবং ভোটারদের আস্থা অর্জন করতে হবে। কারণ, শেষ পর্যন্ত ভোটাররাই বাংলাদেশের সরকার গঠনে মূল ভূমিকা রাখেন।"
সূত্র: https://www.youtube.com/watch?v=OJ5WgBpkvhA&ab_channel=GTVNews
নুসরাত