ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ছদ্ম যুদ্ধ চালাচ্ছে গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি: মাহফুজ আলম

প্রকাশিত: ১২:৫১, ১১ মার্চ ২০২৫; আপডেট: ১৩:০২, ১১ মার্চ ২০২৫

ছদ্ম যুদ্ধ চালাচ্ছে গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি: মাহফুজ আলম

গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পরাজিত একটি শক্তিশালী দেশী-বিদেশী জোটের বিপক্ষে লড়ছে অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেফতার, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ—এসব ক্ষেত্রেই সরকার সফল হয়েছে। তবে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ উত্থানের কারণে সরকারকে বেকায়দায় পড়তে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মাহফুজ আলম আরও বলেন, “সেনাবাহিনী, রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই ভালো। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহফুজ আলমের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ছদ্ম যুদ্ধের এই অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=dXSNzviccP0

রাজু

×