ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

নির্বাচনের পথ খোলা রাখলে, আজ আওয়ামী লীগকে কাঁদতে হতো না: আব্দুস সালাম

প্রকাশিত: ০৯:৪৫, ১১ মার্চ ২০২৫; আপডেট: ১০:২৯, ১১ মার্চ ২০২৫

নির্বাচনের পথ খোলা রাখলে, আজ আওয়ামী লীগকে কাঁদতে হতো না: আব্দুস সালাম

ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা দাবি করে আসছিলাম যে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের আগে সরকার পদত্যাগ করা। তবে এই কথাটি তারা শোনে নি। যদি শুনত, তাহলে আওয়ামী লীগের কান্নাকাটি করা লাগত না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

নির্বাচন কবে এমন প্রশ্নে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্যই কিন্তু আমরা এ সরকারকে ক্ষমতা প্রদান করেছি‌। পরিবর্তনের বিষয়টি এটি ছিল, ফ্যাসিস্ট সরকার ১৫ বছর যাবত কোনো নির্বাচন দেয়নি। জনগণের ভোটে কোনো নির্বাচিত সরকার ছিল না।

আওয়ামী লীগকে তো কবরে ফেলে শেখ হাসিনা পালিয়েছে। সেই কবর থেকে তোলার দায়িত্ব কে নিবে? এই অবস্থা থেকে তাদের নিজেদেরকেই বের হতে হবে।

তিনি আরো বলেন, গণতন্ত্র শুধুমাত্র বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্যও দরকার। কিন্তু তখন শেখ হাসিনা এই কথা শোনেনি। যদি সে শুনত, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথটা যদি সে খোলা রাখত তাহলে আজকে তাকে পালাতে হতো না। এই দায় তার। আজ আওয়ামী লীগের সমর্থকদেরই তার ফাঁসি চাওয়া উচিত।

আওয়ামী লীগের একবার পতন হয়েছিল ৭৫ এ, পরবর্তীতে দলকে তুলে ২৪ এ নতুন করে পতন করল শেখ হাসিনা, এমনকি তার বাবাকেও নতুন করে কবরস্থ করল শেখ হাসিনা। তো এই দায় জাতির না। এই চিন্তা জাতির না। জাতির এখন একটাই চিন্তা, একটি স্বাধীন সুষ্ঠু নির্বাচন ও নির্বাচিত সরকার।

এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানালেন প্রধান নির্বাচন উপদেষ্টা।

এরই মাঝে তৈরি‌ হয়েছে নতুন দল নিবন্ধনের প্রস্তুতি। এনসিপি এর মতে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। বিএনপি বারবারই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। জামায়াতে ইসলাম, বিএনপি ও এনসিপি এর মাঝামাঝি অবস্থানে আছে। তাদের মতে নির্বাচন দরকার, তার আগে সংস্কারও দরকার।

দি গার্ডিয়ান পত্রিকায় প্রধান উপদেষ্টা একটি সাক্ষাতকার দিয়েছেন, সেখানে তিনি‌ বলেন শেখ হাসিনার উপস্থিতি অনুপস্থিতি কোনো বিষয় নয়, তার বিচারটি সম্পন্ন করা এখন প্রধানতম গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বিবিসিতেও তিনি একই কথা বলেছিলেন।

সূত্র: https://youtu.be/zrcPTbAOlm4?si=5yKNL_9ut5HP6Bsz

মায়মুনা

×