
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, চোরের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হওয়া উচিত। ইতালির রাজধানী রোমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, অথচ কিছু শিক্ষিত ব্যক্তি এমপি-মন্ত্রী হয়ে জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের পরিবার-পরিজনকে বিদেশে প্রতিষ্ঠিত করেন। তিনি আরও বলেন, দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হচ্ছে। আমার দলের কেউ যদি চুরি করে, আপনারা সেটাও বলবেন; অন্য দলের কেউ চুরি করলেও তা তুলে ধরবেন। এই চোরদের কারণে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে। আমাদের স্বাধীনতার সময় যে দেশগুলোর সঙ্গে উন্নয়ন যাত্রা শুরু হয়েছিল, সেই চীন-জাপান আজ আমাদের থেকে বহুগুণ এগিয়ে গেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নুরুল হক নুর বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, বিদেশি বিনিয়োগও আসবে না। তাই আমরা চাই, ড. মোহাম্মদ ইউনুস যে সময় বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক। অর্থাৎ, ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। পাশাপাশি, নির্বাচিত সরকার গঠিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার উদ্যোগে আয়োজিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আছনাদ উদ্দিন হক।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানান। বিশেষ অতিথিরা ভবিষ্যতে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাধারণ সম্পাদক জানি আলম জনি, খায়রুল আমিন, আবুল হোসেন জিবন, আবির আহমেদ সবুজ, রুহুল আমিন তালুকদার, খান মুহাম্মদ আপি এবং সমাজসেবক মোজাম্মেল হোসেন মোল্লা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আসিফ