ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ফ্যাসিবাদ চলে যাওয়ার পরেও কেন বাংলাদেশের নারীরা নিরাপদ নয়: শামা ওবায়েদ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর।

প্রকাশিত: ০০:৩৫, ১১ মার্চ ২০২৫

ফ্যাসিবাদ চলে যাওয়ার পরেও কেন বাংলাদেশের নারীরা নিরাপদ নয়: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে ১৫ বছরে ছাত্রলীগ, যুবলীগ ক্ষমতা ব্যবহার করে অনেক অন্যায় অত্যাচার করেছে, ধর্ষণ করেছে। মা বোনদের নির্যাতন করেছে। আজকে ফ্যাসিবাদ চলে যাওয়ার পরেও কেন বাংলাদেশের নারীরা নিরাপদ নয় সেটা এই অন্তবর্তী সরকারকে প্রশ্ন করতে হবে। 
 
সোমবার (১০ মার্চ) বিকালে লস্করদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিনোকদিয়া বাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
এ সময় শামা ওবায়েদ বিএনপি আওয়ামীলের পার্থক্য করে বলেন, বিএনপি জনগনের পাশে থাকে আর আওয়াোমী লীগ জনগণকে শোষন করে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ গড়ে তুলবে। যে বাংলাদেশে সবাই শান্তিতে নিশ্বাস নিতে পারবে, কথা বলতে পারবে।
 
ইফতার মাহফিলে লস্করদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জাজরিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, বকুল মাতুব্বর, যুগ্ন সাধারন সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদুল হাসান মিরান, যুগ্ন আহবায়ক মশিউর রহমান, সদস্য সচিব খালিদ হোসেন প্রমুখ। এ সময় বিএনপি অজ্ঞ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত ছিলেন।

রিফাত

×