ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনা চলে গেলেও তাদের দোসররা বিএনপির মধ্যে ঢুকে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে: শামা ওবায়েদ

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ২৩:১৮, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২১, ১০ মার্চ ২০২৫

শেখ হাসিনা চলে গেলেও তাদের দোসররা বিএনপির মধ্যে ঢুকে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে: শামা ওবায়েদ

ছবিঃ সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা চলে গেছে, ফ্যাসিবাদও চলে গেছে, কিন্তু তাদের দোসররা বিএনপির মধ্যে ঢুকে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঘাপটি মেরে বসে আছে আমাদের ভেতরে ঢুকে বিবাদ সৃষ্টি করার জন্য। এই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র। সবাইকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সোমবার (১০ মার্চ) ফরিদপুরের সালথা সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা রমজান মাসেও বাড়িঘরে থাকতে পারেনি। ঠিকমতো ইফতারিও করতে পারেনি। পরিবার নিয়ে ঈদ করতে পারেনি। আমরা চাই ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে। ফ্যাসিবাদের মতো রাতে ভোট চুরি করতে চাই না। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা ড. কামরুল ইসলাম, হুমায়ুন খান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, মিরান হুসাইন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রিফাত

×