ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের রাজনীতি এখন গভীর তলানিতে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

প্রকাশিত: ২১:৫১, ১০ মার্চ ২০২৫

বাংলাদেশের রাজনীতি এখন গভীর তলানিতে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনীতি বর্তমানে একেবারে তলানিতে নেমে গেছে। তিনি অভিযোগ করে বলেন, এখন কলেজের দারোয়ান হতে গেলেও পাঁচ লাখ টাকা লাগে, আর শিক্ষক হতে হলে দিতে হয় ১০-২০ লাখ টাকা।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিবিদদের আমরা টেলিভিশনে দেখি, কিন্তু আমি তাদের অনেককেই ব্যক্তিগতভাবে চিনি। অত্যন্ত নিম্ন মানের এসব নেতা গত ১৬ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, শিক্ষার পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন মাস্তানরাই শিক্ষক বনে গেছেন, যা অত্যন্ত দুঃখজনক।"

তিনি আরও বলেন, "একজন ভাইস চ্যান্সেলর পর্যন্ত বলেছেন, তিনি যুবলীগের সভাপতি হতে চান! চিন্তা করুন, বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এই দেশকে উন্নতির পথে ফেরানো অত্যন্ত কঠিন হবে। এজন্য দরকার সৎ ও দক্ষ নেতৃত্ব, যারা দেশকে এই অন্ধকার গহ্বর থেকে টেনে তুলতে সক্ষম হবেন।”

দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "শিক্ষা ব্যবস্থা এখন দলীয়করণে বিপর্যস্ত। এ থেকে উত্তরণের জন্য একটি ভালো ও যোগ্য সরকারের প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে।”

ভিডিও দেখুন: https://youtu.be/wCgDZV9OcyQ?si=lnHJ4lejbfkQsCBL

এম.কে.

×