
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশে নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার সংস্কারের জন্য রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা আহত যোদ্ধারা, যারা রাজপথে যুদ্ধ করেছি, জীবনের মায়া করি নাই। আমরা সবাই শহীদ হয়ে গিয়েছি, আমাদের বুকে আর কোন ভয় নাই।"
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো। আওয়ামী লীগের খুনি হাসিনা এবং তার মন্ত্রীরা, ব্যবসায়ী গোষ্ঠী, বুদ্ধিজীবীরা যাদের কারণে গত ১৫ বছর ধরে খুন, নির্যাতন ও নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।"
তিনি আরও বলেন, "গত ১৫ বছরে আমরা বিচারালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোন বিচার পাইনি। বিচার ব্যবস্থা, পুলিশ বাহিনী এবং দেশের সব প্রতিষ্ঠানকে সংস্কারের আওতায় আনতে হবে।"
নাসির উদ্দিন পাটোয়ারী নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে বলেন, "যেই সংবিধানের কারণে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, সেই সংবিধানকে আমাদের ছুড়ে ফেলে দিয়ে নতুন একটি সংবিধান বানাতে হবে।"
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, "ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো, নতুন গণপরিষদ, বিচার সংস্কারের দাবিতে লড়াই করবো। বাংলাদেশকে আর কেউ ভয় দেখাতে পারবে না।"
এসময়, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা রাজপথে নামার জন্য প্রস্তুত বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
শেষে তিনি বলেন, "এটি একটি নতুন জাগরণের সূচনা, যা অব্যাহত থাকবে। সবাই সঙ্গী হয়ে থাকবেন, ইনশাআল্লাহ।"
আবীর