
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন আজ একটি ইফতার মাহফিলে বলেন, "খুনি শেখ হাসিনা এখনও ভারতের মাটিতে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "গত জুলাই-আগস্টে আমাদের ভাইদের যারা নির্মমভাবে নিপীড়ন করেছে, যারা গুলি করেছে, চাপাতি দিয়ে কুপিয়েছে, পুড়িয়ে ফেলেছে এবং হত্যা করেছে—আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, যাতে আমরা এই বাংলার জমিনে ওইসব খুনিদের বিচার দেখে যেতে পারি।"
তিনি দাবি জানান, "সকল খুনের নির্দেশদাতা, যার সংশ্লিষ্টতার কথা জাতিসংঘের রিপোর্টেও এসেছে, সেই খুনি হাসিনা এখনও ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি—অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। যদি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে।"
তিনি আরও বলেন, "এই বিচার প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ, সচিবালয় ও অন্যান্য প্রতিষ্ঠান জড়িত। গত ৫৪ বছর ধরে এসব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, ফলে জনগণের সেবা দেওয়ার সুযোগ পায়নি। আমরা আহ্বান জানাই, সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে পেশ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সময়কালের মধ্যেই এসব বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করে।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোনো ধরনের ছলচাতুরীর মাধ্যমে শুধুমাত্র নির্বাচনের আলোচনার মধ্যে সংস্কার ও বিচারের দাবিকে চাপা রাখা সম্ভব নয়। তাই, আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া চাই, তিনি যেন আমাদের মনের আকুতি কবুল করেন।"
শেষে তিনি বলেন, "শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা রাজপথে থেকে এই খুনি হাসিনার বিচার এবং বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।"
নুসরাত