ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ছাত্রদের কথা মতো চললে, কীভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে?: রিজভী

প্রকাশিত: ২০:৫২, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫৫, ১০ মার্চ ২০২৫

ছাত্রদের কথা মতো চললে, কীভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে?: রিজভী

ছবি: সংগৃহীত

নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল।

মিছিল পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, "বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে। ডিসি-এসপি যদি ছাত্রদের কথা মতো চলে, তাহলে কীভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে?"

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণ আরও দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হবে।"

নেতাকর্মীরা ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিডিও দেখুন: https://youtu.be/B9MZRC8Ls7g?si=bkIcRjgDKTQrKRrT

এম.কে.

×