
ছবি: সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন ও মিছিল করেন ছাত্র ও যুবসমাজ।
সোমবার দুপুরে চট্টগ্রামের সিআরবিস্থ পূর্বাঞ্চল রেলের কেন্দ্রীয় ভবনের সামনে মানববন্ধন ও মিছিল করেছে ছাত্র ও যুব সমাজ।
এ সময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন রাজিব, সাদ্দাম হোসেন সাইফ, মারুফ হোসেন মনা , মোঃ জহিরুল ইসলাম, সোয়েবুর রহমান সোহেল, মোঃ রিফাত, সিয়াম আহমেদ, রফিকুল ইসলাম রফিক, মোঃ বাবুল, মোঃ ইকবাল হোসেন নাদিম, মোঃ জহির, আল আমিনসহ ছাত্র ও যুব সমাজের দুইশতাধিক যুবক ।
মানববন্ধন শেষে বক্তারা বলেন রেলওয়ে পূর্বাঞ্চলে ফ্যাসিবাদের দোসর দিয়ে অবৈধভাবে গঠিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি বাতিল করতে হবে। অন্যথায় ছাত্র যুব সমাজ কঠোর কর্মসূচি পালন করবে।
আবীর