ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বিচার ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে:ডা.তাসনিম জারা

প্রকাশিত: ২০:৪৩, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২১:৩২, ১০ মার্চ ২০২৫

বিচার ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে:ডা.তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে শহীদ এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন দলটি সেখানে তাদের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে একটি সম্মিলিত ইফতার আয়োজন করে, যেখানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, ডা. তাসনিম জারা তাদের বক্তব্য প্রদান করেন।


বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন,“চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে কাজ করার সুযোগ হয়েছে। ঢাকাতে বিভিন্ন হাসপাতাল যেমন ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ, চক্ষু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালসহ অনেক জায়গায় অনেকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। সেই সময়, আমি আপনাদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে যেসব স্বপ্ন শুনেছি, তা আমার মনে গভীরভাবে গেঁথে গিয়েছে।"


তিনি একটি হৃদয়বিদারক উদাহরণ দেন, যা প্রমাণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তা। "আজকে শহীদ আদিলের বাবার সাথে আমি দেখা করেছি। উনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বাইপাস সার্জারি করিয়েছেন। বাড়ি ফেরার আগেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তখন উনি বলছিলেন, ‘আমার ছেলে আদিলের জীবনটা কেমন ছিল, সে কী স্বপ্ন দেখেছিল, তার মতো নতুন বাংলাদেশে আমাদেরও স্বপ্ন থাকতে হবে।’"


ডা. তাসনিম জারা বলেন, “এটি শুধু শহীদ আদিলের বাবার চাওয়া নয়। বরং, অনেকের কাছ থেকে এই চাওয়া এসেছে। আমাদের বিচার ব্যবস্থা এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই অবস্থান থেকে একটি নতুন, শক্তিশালী বিচার ব্যবস্থায় যেতে হবে, যেখানে সবাই তাদের অধিকার পাবেন। এজন্য প্রয়োজন সংস্কারের, যা আমরা বারবার বলছি।”


ডা. তাসনিম জারা আরও বলেন,“আপনারা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের প্রতি আমাদের অঙ্গীকার থাকবে। আমাদের দলের এক টিম সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের প্রয়োজনগুলো শুনবে এবং সেগুলোর জন্য কাজ করবে।”


তিনি জানান, “আমরা বারবার সংস্কারের কথা বলি, কারণ আমরা চাই না যে এই ত্যাগ, এই সংগ্রাম শুধু এক শাসক থেকে আরেক শাসকের জন্য হয়ে যাক। বরং, পুরো শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, যাতে এটি সাধারণ মানুষের জন্য কার্যকরী হয়।”


তাসনিম জারা বলেন,“পথটা অনেক লম্বা, কিন্তু আমরা সবাই একসাথে এই পথ চলবো, একসাথে লড়বো এবং আমরা একসাথে বাংলাদেশকে পাল্টাবো। শীঘ্রই বাংলাদেশ পাল্টাবে, আমরা সবাই মিলেই এই পরিবর্তন আনব।”


সূত্র:https://tinyurl.com/2s3vy64u

আফরোজা

×