ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

হাসিনার বিচারের দাবিতে রাজপথে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা

প্রকাশিত: ১৯:৫৯, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২০:০১, ১০ মার্চ ২০২৫

হাসিনার বিচারের দাবিতে রাজপথে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন আজ একটি ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে মুসলিমদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বলেন, "ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দোয়া এবং আকাঙ্ক্ষা পূর্ণ করেন।" তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাতে গত বছরের জুলাই-আগস্টে যারা নির্দয়ভাবে মুসলিম ভাইদের নিপীড়ন করেছে—যারা হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা এবং নির্যাতন চালিয়েছে—তাদের বিচার হতে পারে।

আখতার হোসেন বলেন, "আমরা দাবি জানাই, ওইসব খুনিদের বিচার আমাদের দেশে অনুষ্ঠিত হোক। জাতিসংঘের রিপোর্টেও যাদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ রয়েছে, সেই খুনি শেখ হাসিনা এখনও ভারতের মাটিতে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।" তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, "শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত।" যদি দেশের ভিতরে তা সম্ভব না হয়, তবে আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করার দাবি জানান।

আখতার হোসেন আরও বলেন, "গত ৫৪ বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবায় কাজ করতে ব্যর্থ হয়েছে।" তিনি সরকারের সংস্কার প্রস্তাবনা এবং কার্যক্রমের বিষয়ে আলোচনার জন্য একটি আহ্বান জানান, এবং জানান যে, অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারগুলি বাস্তবায়নে উদ্যোগ নিবে।

তিনি আরও বলেন, "জনগণকে এই সংস্কার এবং বিচারের দাবির বিষয়ে পিছিয়ে রাখা সম্ভব নয়। আমরা জাতির সামনে এই দাবি নিয়ে দাঁড়িয়ে আছি, এবং তা পূর্ণভাবে বাস্তবায়ন হবে।"

শেষে, আখতার হোসেন বলেন, "আমরা শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা রাজপথে আমাদের উপস্থিতি অব্যাহত রাখব এবং শেখ হাসিনার বিচার ও বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য কাজ করে যাব।"

এদিনের মাহফিল থেকে একযোগে দোয়া করা হয়, যাতে আল্লাহ রাব্বুল আলামীন সকলের আকুতি কবুল করেন এবং দেশের বিচারব্যবস্থা ও সংস্কারের প্রক্রিয়া সফল হয়।

আবীর

×