ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বিএনপিকে দোষ না দিয়ে নির্বাচনের দাবি আবদুল আউয়াল মিন্টুর

প্রকাশিত: ১৯:২২, ১০ মার্চ ২০২৫

বিএনপিকে দোষ না দিয়ে নির্বাচনের দাবি আবদুল আউয়াল মিন্টুর

ছবি: সংগৃহীত

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু গত সরকারের প্রতি তীব্র সমালোচনা করেছেন। এক বক্তৃতায় মিন্টু বলেন, গত সরকার দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে, যার ফলে জাতি সংকটে পড়েছে। তিনি বলেন, দুর্নীতির সমস্যা হলেও, বড় সমস্যা হলো প্রতিষ্ঠানগুলির ধ্বংস, যা রাষ্ট্রের এই বিপর্যয়ের কারণ।

মিন্টু আরও বলেন, “এমন পরিস্থিতিতে আমরা যদি চাই দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করতে, তাহলে আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দরকার, যে সরকার জনগণের দুঃখ-দুর্দশা বুঝবে। দেশের জন্য যা প্রয়োজন, তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”

তিনি বলেন, “আমরা ১৭ বছর ধরে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছি।”

এছাড়া, মিন্টু বর্তমান সরকারের শাসনব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন যে, অনেকেই বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে, কিন্তু আসল সমস্যা সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণের দাবি।

আবীর

×