ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ০০:১৯, ১০ মার্চ ২০২৫

বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নিয়মিত যোগাযোগ রয়েছে, তবে এই যোগাযোগ নির্বাচনে জোট কিংবা ঐক্যের দিকে যাবে কি না, তা নির্ভর করবে সময়ের ওপর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঠিক হবে কোন কোন দলের সঙ্গে জোট গঠন করা হবে।

নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও জোট গঠনের বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি রাজনৈতিক মহলে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিএনপির পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট কিংবা সমঝোতা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, "এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। তবে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে অতীতে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট হয়েছে বা সমঝোতা হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষা করতে হবে।"

তিনি আরও জানান, বিএনপি আশা করছে যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তার মতে, দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং অস্থিরতা দূর করতে হবে।

তিনি বলেন, "আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রী ও উপদেষ্টাকে অনুরোধ করেছি যে, একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করুন যাতে জাতির মধ্যে বিরাজমান অস্থিরতা দূর হয়। স্থিতিশীলতা ফিরে এলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে, যা জাতির জন্য মঙ্গলজনক হবে।"

সালাহউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন যে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে এবং সে অনুযায়ী তারা কাজ চালিয়ে যাচ্ছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য মনে করেন, দেশে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নেই এবং তাই নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

ভিডিও দেখুন: https://youtu.be/dPmLdeHD8zg?si=36Q8RNV9hhbQSIap

এম.কে.

×