
ছবি: সংগৃহীত
করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, একটা কিংস পার্টি গঠিত হয়েছে, ভবিষ্যতে আপনারা বলতে পারবেন। আজ রবিবার (৯ মার্চ) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু আরও বলেন, ‘৫ আগস্টের পরে আরেকটি নতুন উপাখ্যান আমাদের সামনে এলো। আপনারা দেখেছেন, প্রতিবারই একটি গণঅভ্যুত্থানের পর একটি নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করা হয়। সেই হিসাবে এখনও একটি কিংস পার্টি গঠিত হয়েছে।’
দেশকে যারা বিভক্ত করতে চান, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের সামনে যে ৩১ দফা উপস্থাপন করেছেন, তার পাশাপাশি উনি বলেছেন ঐক্য ছাড়া কোন বিকল্প নেই। আমরা সবার সাথে ঐক্য চাই।’
এছাড়া অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি শীঘ্রই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
সূত্র: https://tinyurl.com/md6eutn
রাকিব