
রাজনীতিতে নারীদের অবস্থান ও অংশগ্রহণ এখনও নানা বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন,“রাজনৈতিক পরিবারের সন্তান ছাড়া নারীদের রাজনীতিতে আসতে গেলে বাধার মুখে পড়তে হয় ”।
রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নারীদের অবস্থান শীর্ষক এ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অংশ নেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের টিকে থাকার পথ এখনো অনেক চ্যালেঞ্জিং।" তিনি আরও বলেন, রাজনীতিতে সফল হতে হলে নারীদের বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করতে হয়, যা পুরুষদের তুলনায় অনেক বেশি কঠিন। বিশেষ করে যেসব নারী রাজনৈতিক পরিবারের বাইরে থেকে রাজনীতিতে আসতে চান, তাদের জন্য পরিস্থিতি আরও প্রতিকূল।
গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, রাজনৈতিক দলগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়লেও নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তারা এখনও পিছিয়ে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা জরুরি বলে বক্তারা মত দেন।
সূত্র:https://tinyurl.com/3pcjtzez
আফরোজা