ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান: প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট

প্রকাশিত: ২১:১২, ৯ মার্চ ২০২৫; আপডেট: ২১:১৩, ৯ মার্চ ২০২৫

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান: প্রিন্স

ছবি : জনকণ্ঠ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল। ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে অওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল।

রবিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে। এ সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন,ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, উপজেলার দক্ষিণ মাইজপাড়া ফতেমতুজ্জোরা মাদরাসা মুহাদ্দিস মাওলানা শহিদুল্লাহ, ধোবাউড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজিম উদ্দিন, ধোবাউড়া মোহাম্মদীইয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল মান্নান, ধোবাউড়া বাইতুল হামদ একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাশিম,ওলামা দলের নেতা মাওলানা ওবায়দুল হক, মাওলানা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
 

নাঈম আহমেদ/মো. মহিউদ্দিন

×