
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৪ দিনের পুলিশি রিমান্ড শেষে নীলফামারীর-১ এর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার (৭৬) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ৯ মার্চ দুপুরে এ আদেশ প্রদান করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান। এর আগে ৪ দিনের পুলিশ রিমান্ড শেষে পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী মো. ইফতেখার আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পুলিশ পাহারায় কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালত। সেই সাথে আগামী ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করে।
গত ৬ মার্চ বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
গ্রেফতার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।
সাজিদ