
ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-ভাঙচুরে নেতৃত্ব দেওয়ার অভিযোগে রবিবার (০৯ মার্চ) দুপুরে রামপাল সদরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক। মিছিল শেষে থানার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, ‘৫ আগস্টের পর থেকে সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে এলাকায় চিংড়ি ঘের দখল, হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়ে উপজেলা জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি এ উপজেলায় সন্ত্রাসের গডফাদারে পরিণত হয়েছেন।’
অভিযুক্ত বিএনপি নেতা তুহিন আওয়ামী লীগের সাথে আঁতাত করে দলের অনেক ক্ষতি করেছেন জানিয়ে বক্তারা আরও বলেন, ‘তুহিন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে নিজ স্বার্থে দলের লোকজনকে পিটাচ্ছেন।’ দলের উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে তুহিনকে বহিষ্কারের দাবি জানান নেতাকর্মীরা। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তারা।
তবে সব অভিযোগ অস্বীকার করে রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের কতিপয় নেতার প্ররোচনায় অসত্য তথ্য দিয়ে আমার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।’ তিনি রাজনীতিতে সকলের সহাবস্থান কামনা করেন।
রাকিব