ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ফুটপাতের হকারকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের একজনকে অব্যহতি, অপরজনকে শোকজ

ঢাকা কলেজ প্রতিনিধি।

প্রকাশিত: ০৫:০৪, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০৫:০৫, ৯ মার্চ ২০২৫

ফুটপাতের হকারকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের একজনকে অব্যহতি, অপরজনকে শোকজ

রাজধানীর নিউ মার্কেটের গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনের ওপর মারধরের অভিযোগের  ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অপরজনকে শোকজ করা হয়েছে।


অব্যাহতি দেওয়া নেতার নাম সিরাজুম মুনির নায়িব। আর এ ঘটনায় শোকজ পেয়েছেন ফজলে হাসান নিয়ন। তারা দুইজনই ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফজলে হাসান নিয়নকে দেয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ছাত্রদল, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

সিরাজুম মুনির নায়িবকে অব্যাহতি প্রদান করে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সদস্য সিরাজুম মুনিব নায়েবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পৰ্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

এর আগে শনিবার রাতে ' দৈনিক জনকন্ঠ তে 'ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে পেটালো ঢাকা কলেজ ছাত্রদলের ২ নেতা' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ভুক্তভোগী হকার বলেন, আমি ঢাকা নিউমার্কেটে গ্লোব মার্কেটের সামনে দোকানদারি করি। পাঁচ-ছয় বছর যাবৎ শার্টের দোকান করছি। আজকে অনেকদিন যাবৎ একটি গ্রুপ আমার জায়গা (ফুটপাতে দোকান বসানোর স্থান) দখলে নিতে চেষ্টা করছে।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন জুম্মার নামাযের পর নিয়ন ও নায়িব ভাই আমার কাছে আসলে পরে আমি বললাম যে, আমরা তো দুই ভাই এখানে ব্যবসা করছি, তাই এখানে জায়গা দেওয়ার কোনো স্কোপ নাই। আমি জায়গা দিতে পারবো না। তখন আমি ভিডিও করছি আমার সেফটির জন্য। উনারা এটা দেখে আমাকে বলছে যে ভিডিও করলি কেন? 

‘‘এরপর আমাকে পাম্পের ওখানে এনে মারধর করছে। ওরা পরে ১০-১২ লোক আসছিল। আমাকে দোকান থেকে বেল দিয়ে বেধে ধরে নিয়ে আসছে, এনে পাম্পের এখানে মারছে। হাত দিয়ে যে যেভাবে পারছে থাপ্পড় দিয়েছে, ঘুসি মারছে।’’

এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার বাবা নেই, একটা প্রতিবন্ধী বোন নিয়ে আমি কষ্টে চলছি। উনার যেভাবে আমাকে অত্যাচার করেছে এটা আমি আসলে মেনে নিতে পারছি না। আমরা এটা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু সমাধান চায়।

তিনি বলেন, আমাকে মারধরের বিচার চায়। মারধর করে আমার ফোন নিয়ে গেছে। ফোন নেওয়ার পরে আমি বলছি ফোনটা আমাকে দিয়ে দেন তখন ওরা বলছে ফোন পাবি না। ফোন নিয়ে চলে গেছে আমার ফোন আর ফেরত দেয় নাই।

×