
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নারীর মর্যাদা এবং নিরাপত্তা গৃহীত করে এটাকে আইনগতভাবে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরণের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।
তিনি বলেন, আমরা একটা গোল টেবিলের মাধ্যমে আমরা অনেক কথা বলতে পারতাম। কিন্তু আমাদের বিক্ষোভ সমাবেশ করতেই হয়েছে। কারণ নারীর প্রতি সহিংসতার যে পরিস্থিতি আমরা এই মুহুর্তে পার করছি। সেটা কোন ভাবে অভ্যুত্থানের সাথে সামিল নয়। অভ্যুত্থানের সাথে সামঞ্জস্য পূর্ণ নয়, বরং বিরোধী।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতার পরিপ্রেক্ষিতে আমরা যে নারী নিরাপত্তার কথা বলেছি; আমরা বার বার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকার অবস্থা রয়েছে। আমাদের দেশে নাগরিক নিরাপত্তা হুমকীর সম্মুখীন। এই কারণেই নারী নিরাপত্তাও হুমকীর সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, নাগরিক হিসেবে মানুষ যে মর্যাদা পাওয়ার কথা: সেই মর্যাদা ৫৩ বছরে কখনোই অর্জন করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয় নাই। বাংলাদেশে যেই রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আধূনিক রাষ্ট্রের যে গুণাবলী থাকে। যে মর্যাদা থাকে স দেশের নাগরিকদের সেই মর্যাদা কখনো আমাদের পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই। বরং এই মর্যাদাকে কিভাবে হানি করা যায়।
সকল প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সকল কাঠামোর মধ্যে দিয়ে সেই প্রতিষ্ঠা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে মাগুরায় ৮ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হতে দেখি। তার বিচার পাওয়ার জন্য এখনো আমাদের রাস্তায় দাঁড়াতে হয়।
তিনি বলেন, আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে প্রতিষ্ঠা করতে হয়ে।
শহীদ