ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

তারেক রহমান দেশে আসবেন, নির্বাচনও হবে: বিএনপি নেতা টুকু

প্রকাশিত: ০১:১১, ৯ মার্চ ২০২৫

তারেক রহমান দেশে আসবেন, নির্বাচনও হবে: বিএনপি নেতা টুকু

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি বিএনপিকে হুমকি দেয়, তবে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। টুকু জানান, বিএনপি দীর্ঘদিনের সংগ্রামের ফসল এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত দল।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনও হবে। এই নির্বাচন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : https://www.facebook.com/share/v/1AGc89E7Z6/

আসিফ

×