ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার উদ্দেশে মহিউদ্দিন আহমেদ

উনি কাওয়ার্ড, পালালেন কেন? বন্দী হতেন, জেলে যেতেন, সহানুভূতি পেতেন

প্রকাশিত: ১৬:০১, ৮ মার্চ ২০২৫

উনি কাওয়ার্ড, পালালেন কেন? বন্দী হতেন, জেলে যেতেন, সহানুভূতি পেতেন

ছবি: সংগৃহীত

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, উনি কাওয়ার্ড, পালালেন কেন? বন্দী হতেন, জেলে যেতেন, সহানুভূতি পেতেন।

সম্প্রতি অনলাইনে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। 

মহিউদ্দিন আহমেদ বলেন, তিনি বলেন শেখ হাসিনার রাজনীতি এক প্রকার শেষই হয়ে গেছে ৫ই আগস্ট। রাজনীতিতে টিকে থাকতে হলে যে কৌশলগুলো নিতে হয় তিনি পালিয়ে গিয়ে নিজেই নিঃশেষ করে দিলেন। পালিয়ে তিনি অন্য কোথাও না গিয়ে গেলেন ভারতে, ভারত থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভিসা পান নি। সরাসরি গেলে হয়তো পেয়েও যেতেন। এটা আগে থেকেই তার হয়তো ইচ্ছা ছিল বা সেভাবেই হয়তো নেগসিয়েশন করা ছিল। 

তিনি আরও বলেন, সম্প্রতি জাতিসংঘের যে রিপোর্ট সেটাকে এভাবে বলা যায় কফিনের শেষ পেরেক।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=l7K4B7-aPlU

শিহাব

×