
ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলতে পারি আপনি সারারাত ওয়াজ করবেন, করেন। আমি আলেম-ওলামাদের স্যালুট দিলাম। তাইলে আমি লালনের গান শুনতে পারবো না কেন?
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আপনি গিয়ে বাধা দিবেন! এদেশে যাত্রা হয়েছে শত শত বছর যাবত। এমনকি গ্রামে গ্রামে রুপবান যাত্রা হয়েছে শীতকালে। আপনি নাটক করতে দিবেন না, সাহিত্য করতে দিবেন না। ২১ শে ফেব্রুয়ারিতে বই বিক্রি করতে দেয় না, হরেক রকমের জঞ্জাল সৃষ্টি করেন সংস্কৃতির পথে। এখন আমি তো মুক্তিযোদ্ধা হিসেবে বলতে পারি যে আমি তো এটার জন্য যুদ্ধ করেছিলাম।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=sqsZ771lMbk
শিহাব