
ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, যেখানে তিনি দলের নেতাকর্মীদের একত্রিত হয়ে নতুন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, "তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশ গঠন করবে। চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন।" তিনি আরও বলেন, "বিএনপি জাতীয়তাবাদী দল হিসেবে একসাথে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকারকে চাপ দিচ্ছে।"
এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে এবং আবজার হোসেন ও আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
আঁখি