ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নির্বাচনের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান হবে না: রাজেকুজ্জামান রতন

প্রকাশিত: ১১:৪৬, ৭ মার্চ ২০২৫; আপডেট: ১৩:১২, ৭ মার্চ ২০২৫

নির্বাচনের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান হবে না: রাজেকুজ্জামান রতন

বাংলাদেশ আওয়ামী লীগের নেতা রাজেকুজ্জামান রতন বলেছেন, দেশের সব সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমে সম্ভব হবে না। তবে, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা তৈরি করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। "মব তৈরি হচ্ছে, বাসায় ঢুকে লুটপাট চালাচ্ছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করছে। এসব ঘটনা প্রতিনিয়ত গণমাধ্যমে দেখা যাচ্ছে," বলেও উল্লেখ করেন তিনি। সরকারের অক্ষমতা এবং পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন রতন। তিনি দাবি করেন, সরকার যদি নির্বাচন আয়োজন করতে চায়, তবে তাকে অবশ্যই এই সংকট মোকাবিলা করতে হবে, কারণ বর্তমান সরকারের স্থায়িত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

এছাড়া, রতন রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের দিকে মনোযোগী হলেও, তাদের সাথে এক সময় সহযোগিতা করা দলগুলোরও নির্বাচনে একই অবস্থানে নেই। এর ফলে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এবং দেশের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজেকুজ্জামান রতন আরও বলেন, "যদিও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, তবে তা দেশের সমস্যার স্থায়ী সমাধান নয়।" তিনি নির্বাচনকালীন সরকারের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিচালনায় কার্যকরী নেতৃত্ব আসবে।

তিনি সম্পদের বৈষম্য ও দুর্নীতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন, "সরকারের নেতারা দেশের জনগণের টাকায় নিজের সম্পদ বৃদ্ধি করছেন, যা জনগণের জন্য দুঃখজনক।" রতন উল্লেখ করেন, "গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরভাবে চললে, জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে জবাবদিহি দাবি করতে পারবে।"

তিনি আরও জানান, "নির্বাচন শুধু একটি প্রক্রিয়া, তবে তা সফল করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের প্রয়োজন।"

তবে, আগামী নির্বাচনে রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট গ্রহণের গুরুত্ব তুলে ধরে রাজেকুজ্জামান রতন বলেন, "এটি একটি গ্রহণযোগ্য পথ, কিন্তু এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার।"

রাজনীতির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি আলোচনা করতে আরও সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : https://www.facebook.com/share/v/16A3zpBXv9/

রাজু

×