
ছবি:সংগৃহীত
রাজনীতিবিদ আবু হেনা রাজ্জাকী সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করেন যে, বড় রাজনৈতিক দলের বক্তব্য অনুযায়ী তারা ৩১ দফা প্রস্তাব করেছে, যার মধ্যে উল্লেখ রয়েছে যে, একজন ব্যক্তি দুটি মেয়াদে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই সাথে থাকতে পারবে না।
তবে তিনি প্রশ্ন তুলেন, যদি এই বিধানটি তাদের দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়, তবে সংবিধানে এত পরিবর্তনের প্রয়োজন কী?
তিনি বলেন, "আমি যদি দলীয় গঠনতন্ত্রে এটি অন্তর্ভুক্ত করি যে, একজন এমপি পার্টির কোনো পদ রাখতে পারবেন না, তাহলে কেন আমেরিকার মতো দেশ চলছে, এখানে কেন চলবে না?" তবে তিনি আরও বলেন, "মুখে বললেই হবে, কিন্তু বাস্তবে তা মেনে নেওয়া কঠিন। কারণ আমরা সবাই লোভে আক্রান্ত।" তিনি বাংলাদেশে সংবিধান ১৭ বার সংশোধন করার প্রসঙ্গ টেনে বলেন, "আমরা একটি স্বৈরাচারী পুস্তক বানিয়েছি, আর আমেরিকা ২০০ বছরে ১৮ বার সংস্কার করেছে। প্রতিটি সংস্কারেই শাসকরা তা নিজের পক্ষে কুক্ষিগত করেছেন।"
রাজ্জাকী আরও বলেন, "আপনি আজকে সংবিধান বানাতে পারেন, কিন্তু কালকে যদি দুই তৃতীয়াংশের এক জোয়ার উঠে, আপনার বানানো সংবিধান থাকতে পারে না। সুতরাং আপনাকে মানুষের বিবেক দিয়ে চিন্তা করতে হবে।"
তিনি রাজনৈতিক দলে ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন করেন, রাজনৈতিক দলে গণতন্ত্র আছে? এবং বলেন, "বাংলাদেশে আমরা যখনই ক্ষমতার বাহিরে থাকি, তখন গণতন্ত্রের গুরুত্ব দিই, কিন্তু যখন ক্ষমতায় চলে যাই, তখন তা নিয়ে আমাদের খেয়াল কমে যায়।" তিনি এরশাদ সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গণতন্ত্র নিয়ে কারো চিৎকার না করার বিষয়টি তুলে ধরে বলেন, "গণতন্ত্র হলো রাজনীতির নামে একটা হাতিয়ার।"
আঁখি