ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১

বিএনপি নেতার বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহর যে প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৬:১৯, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০৬:১৯, ৭ মার্চ ২০২৫

বিএনপি নেতার বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহর যে প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেস দা পিপল চ্যানেলের একটি টক শোতে বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনীতিবিদদের বুঝতে হবে যে তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে কী ধরনের আচরণ ও বক্তব্য আশা করে।

তিনি বলেন, "নিজের মতের সাথে না মিললেই কাউকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, আল বদর, রাজাকার কিংবা রাজাকারের সন্তান বলা যায় না। রাজনীতিতে সুস্থ বিতর্ক থাকা জরুরি, কিন্তু সেটি হতে হবে সম্মানের ভিত্তিতে।"

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "ভাঙার সময় সবাই একদল হয়ে যায়, কিন্তু গড়ার সময় বিভাজিত হয়ে যায়।" তার মতে, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসার জন্য লড়াই করে, তখন ঐক্যবদ্ধ থাকে, কিন্তু দেশ ও সমাজ গঠনের ক্ষেত্রে তারা নানা ভাগে বিভক্ত হয়ে পড়ে।

উপস্থাপক একপর্যায়ে হাসনাতকে বলেন, 'বিএনপি নেতা ফজলুর রহমান জানতে চেয়েছেন মুক্তিযুদ্ধকে আপনারা কতখানি লালন করেন?' উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, "রাজনীতিতে নিজেকে উপস্থাপনের দুটি উপায় আছে—প্রথমত, প্রতিপক্ষকে খারাপ বানিয়ে নিজেকে ভালো দেখানো, এবং দ্বিতীয়ত, ভালো কাজের মাধ্যমে প্রতিপক্ষের তুলনায় নিজেকে এগিয়ে রাখা।"

সূত্র : https://youtu.be/ucAzaCeWc-c?si=--dqcrmCZCtIb-xW

আসিফ

×