ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১

ধীরে ধীরে দেখা হবে আমাদের সহযোদ্ধাদের সাথে: সারজিস

প্রকাশিত: ০৬:০৫, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০৭:৪৪, ৭ মার্চ ২০২৫

ধীরে ধীরে দেখা হবে আমাদের সহযোদ্ধাদের সাথে: সারজিস

ধীরে ধীরে দেখা হবে আমাদের সহযোদ্ধাদের সাথে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি দুইটি ছবি শেয়ার করে লিখেছেন, অভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় দুই সহযোদ্ধা।

সারজিস আলম পোস্টে লিখেন, ১৫ই জুলাই যার রক্তাক্ত মুখ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলো এবং আন্দোলনকে পরবর্তী ধাপে ত্বরান্বিত করেছিল তিনি আমাদের সাহসী সহযোদ্ধা তন্বী।

আরেক ছবিতে অভ্যুত্থানের দ্বিতীয় পর্বের নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান কন্যা Nafsin Mehanaz Azireen  এবং তাকে সবসময় সাহস যোগানো গর্বিত পিতা। 

তিনি লিখেন, তন্বী'র সাথে একই মঞ্চে দেখা হলেও আজ সহযোদ্ধা নাফসিনের বাসায় গিয়ে তার গল্পগুলো কিছুটা হলেও শোনার সুযোগ হয়েছে।

সবশেষ তিনি লিখেন, ধীরে ধীরে দেখা হবে আমাদের সহযোদ্ধাদের সাথে।

সজিব

×