ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থী দল : মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:৩৪, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৩৪, ৭ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থী দল : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণই দেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি ও অন্য গণতন্ত্রপন্থি দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এই গণ-অভ্যুত্থান পুরো জাতির সম্মিলিত স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। ওই দমন-পীড়নে নারী ও শিশুসহ প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন। এছাড়া গত ১৫ বছরে হাজারো বিএনপি কর্মী প্রাণ হারিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করবে এবং অংশীদারত্বের ভিত্তিতে দেশের অগ্রগতি নিশ্চিত করা হবে।

আসিফ

×