ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

আ.লীগের অনুপস্থিতিতে অনেক গুলো দল বিএনপির বিরুদ্ধে এক হয়েছে: রুমিন ফারহানা

প্রকাশিত: ০০:৫৪, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০০:৫৪, ৭ মার্চ ২০২৫

আ.লীগের অনুপস্থিতিতে অনেক গুলো দল বিএনপির বিরুদ্ধে এক হয়েছে: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক টেলিভিশন টকশোতে কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দীর্ঘদিনের প্রতিপক্ষ আওয়ামী লীগ মাঠে সক্রিয় না থাকায় রাজনৈতিক অঙ্গনে একধরনের শূন্যতা তৈরি হয়েছে, যা বিভিন্ন দল নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করবে। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। নির্বাচিত সরকার এলে প্রশাসনের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে বলে তিনি মনে করেন।

রাজনীতির মাঠে বিএনপিই এখন সবচেয়ে বড় শক্তি দাবি করে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে ঘিরে বাকি সকল রাজনৈতিক দল একাট্টা হয়েছে।

সূত্র : https://youtu.be/exK8xfonYG4?si=GdT6MCImqNbVc98M

আসিফ

×