ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের কাছ থেকে উদ্ধার করে জনগণের হিসেবে দেখাতে চেয়েছি: সালেহ উদ্দিন সিফাত

প্রকাশিত: ০০:৪৬, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪৬, ৭ মার্চ ২০২৫

মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের কাছ থেকে উদ্ধার করে জনগণের হিসেবে দেখাতে চেয়েছি: সালেহ উদ্দিন সিফাত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিদ্যমান দলগুলো মানুষের মানবিক মর্যাদা পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, "শুধুমাত্র রাজনৈতিক দল বা পক্ষ নয়, বরং পূর্বতন এস্টাবলিশমেন্টের কেউই প্রকৃত উত্তরণের পথ দেখতে চান না।"

তিনি আরও বলেন, "আমরা 'সেকেন্ড রিপাবলিক' ধারণাটি তুলে ধরছি, যা শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা নয়, বরং একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশের পদক্ষেপ। ২০২৪ সালে আমাদের রাজনৈতিক কর্তাসত্তার আবির্ভাব ঘটেছে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার বিপরীতে জনগণের নতুন রাজনৈতিক চেতনাকে প্রতিফলিত করে।"

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশের দিন যে সূচনা বক্তব্য দিয়েছে, তা শুধুমাত্র একটি ঘোষণা নয়, বরং একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। এতে উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে জমিদারি প্রথার বিলোপ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে। তবে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বয়ানকে নিজেদের মতাদর্শের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আমরা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের একক সম্পত্তি নয়, বরং জনগণের সংগ্রাম হিসেবে পুনরুদ্ধার করতে চাই।"

মানবিক মর্যাদার প্রশ্নে তিনি বলেন, "গত ৫৩ বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা পক্ষ জনগণের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। আমরা বাইনারি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই, যেখানে কোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে নয়, বরং একজন নাগরিক হিসেবে তার অধিকার ভোগ করবে।"

গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে সালেহ উদ্দিন সিফাত বলেন, "গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ যদি নির্বাচন হয়, তাহলে গণপরিষদ নির্বাচনও সেই প্রক্রিয়ার একটি অংশ। আমরা চাই, এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন ও সংস্কারের সুযোগ তৈরি হোক, যা পরবর্তীতে আইনসভা হিসেবে জাতীয় সংসদে রূপ নেবে। এতে গণতন্ত্রের পথ আরও সুসংহত হবে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের তরুণ সমাজ যদি দেখে যে তাদের আত্মত্যাগের ফল বাস্তবায়িত হচ্ছে না, তাহলে তারা আবারও রাজপথে নেমে আসবে, নিজেদের রক্ত দেবে এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে চ্যালেঞ্জ জানাবে। আমরা একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, যেখানে জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/2YxgW0Lh0y0?si=9pK_x1fYRoEWfe7u

এম.কে.

×