ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করুন, নেতাকর্মীদেরকে সারজিস

প্রকাশিত: ০০:০৯, ৭ মার্চ ২০২৫

কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করুন, নেতাকর্মীদেরকে সারজিস

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করুন।"

তিনি আরও বলেন, "আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ রেখে এক অভ্যুত্থানে লড়াই করেছি এবং পরবর্তী সময়েও যাদের সঙ্গে আমাদের লড়াই ছিল, আগামীতে তাদের সঙ্গেও লড়াই থাকবে।"

সারজিস আলম জানান, জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ মূলত বাংলাদেশের প্রত্যেকটি এলাকার জনগণকে একত্রিত করে তাদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যে। তিনি আরও বলেন, "আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের প্রতিনিধিদের অনুরোধ করবো, আপনারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করুন।"

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে পার্টি বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় খেটে খাওয়া মানুষ, ছাত্র-জনতা এবং অন্যান্য সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে ইফতার করার পরিকল্পনা করেছে। আমরা অল্প খাই, বেশি খাই আমরা যেন একসঙ্গে ভাগাভাগি খাই।

এছাড়া, তিনি বলেন, এই মাসব্যাপী কার্যক্রম চলবে।

 

সায়মা ইসলাম

×