
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে রিক্সাচালক, পথচারী শ্রমিক ও দিনমজুরদের সঙ্গে এক কাতারে ইফতার করলেন দলের আহ্বায়ক নাহিদ সার্জিস হাসনাত ও নেতাকর্মীরা। এ ব্যতিক্রমী আয়োজনে নিম্নআয়ের মানুষদের মধ্যে দেখা যায় আনন্দের ঝলক, যা দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকল।
বাংলা মোটরের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে বসে ইফতার করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। ৫৪ বছর বয়সী মোতালেব হোসেন বলেন, "আমার জীবনে এই প্রথম এমন আয়োজনে দাওয়াত পেলাম। এতদিন শুধু ধনীদের বড় ইফতার মাহফিলের কথা শুনেছি, কিন্তু আজ আমিও তাদের সঙ্গে এক টেবিলে ইফতার করলাম। এ অনুভূতি সত্যিই অবিস্মরণীয়।"
নাহিদ সার্জিস হাসনাত বলেন, "বাংলাদেশের মূল শক্তি খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের সঙ্গে ইফতার করার মাধ্যমে আমরা শুধু সংহতি প্রকাশ করছি না, বরং আমাদের শেকড়কেও স্মরণ করছি। এই অনুভূতি সত্যিই বিশেষ কিছু।"
তিনি আরও বলেন, "দেশে এখনো কাঙ্ক্ষিত আইনশৃঙ্খলার উন্নতি হয়নি। শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা করা আমাদের সবার দায়িত্ব। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, বরং সবাই মিলে দেশের সমৃদ্ধির জন্য কাজ করব।"
জাতীয় নাগরিক পার্টির এই গণ-ইফতার আয়োজন মাসজুড়ে চলবে। বিশেষ করে জুমাতুল বিদার দিন এটি বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সাধারণ মানুষের এমন উচ্ছ্বাস ও ভালোবাসায় আয়োজকরাও অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভিডিও দেখুন: https://youtu.be/Gg_seVaFd8Y?si=HcitA5xLfC_wEbdA
এম.কে.