ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ছোটবেলায় ধানক্ষেতের আইলে বসে ভাত খেতাম: সারজিস

প্রকাশিত: ২২:৫৯, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২৩:০০, ৬ মার্চ ২০২৫

ছোটবেলায় ধানক্ষেতের আইলে বসে ভাত খেতাম: সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইফতার আয়োজনের এই অভিজ্ঞতা তার শৈশবের স্মৃতিকে ফিরিয়ে এনেছে। তিনি জানান, ছোটোবেলায় গ্রামের ধানক্ষেতের আইলে বসে ভাত খাওয়ার স্মৃতি এখনো তার মনে গাঁথা রয়েছে।

এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, "অনেকবার, অনেকভাবে, অনেক জায়গায় ইফতার করা হয়েছে, কিন্তু এই আয়োজন সম্পূর্ণ ভিন্ন। এটি যেন ছোটোবেলার সেই দিনে ফিরে যাওয়ার মতো। আমি গ্রামে বড় হয়েছি, আমার প্রথম ১৭ বছর কেটেছে গ্রামেই। তখন দেখতাম, ধানক্ষেতে যারা কাজ করত, তারা দুপুরের আগে আইলে বসে ভাত খেত। সেই স্মৃতিই আজ আবার জাগরিত হলো।"

তিনি আরও বলেন, "শহরের বিল্ডিংয়ের ভেতরে আমরা অনেক কিছুই খাই, কিন্তু তাতে কৃত্রিমতার একটা আবরণ থাকে। কিন্তু এখানে আমরা সামান্য যা পেয়েছি, তা ভাগাভাগি করে খেয়েছি। আমাদের বাবা-চাচাদের বয়সী মানুষদের সঙ্গে বসে, প্রকৃতির সান্নিধ্যে এসে বাংলাদেশের আসল অনুভূতি পাওয়া যায়।"

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারজিস আলম বলেন, "আমরা চাই, দেশের প্রতিটি জেলায়, উপজেলায়, বিশেষ করে ছাত্রজনতা ও খেটে খাওয়া মানুষের সঙ্গে একসঙ্গে ইফতার করতে। আমাদের প্রত্যেকের যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই একে অপরের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া উচিত। এই মাহে রমজানের মাহাত্ম্য আমাদের কাজের মাধ্যমে ফুটে উঠুক, সেটাই আমাদের লক্ষ্য।"

তিনি আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টির এই উদ্যোগ পুরো রমজান মাস জুড়ে চলবে। আমরা বিভেদ-বিদ্বেষ ভুলে মানবতাবোধ ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।"

ভিডিও দেখুন: https://youtu.be/Wd9XcjkQ7vY?si=AbUuuRCfGS2y22T0

এম.কে.

আরো পড়ুন  

×