
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। তার মতে, অন্তর্বর্তী সরকার এখনো নির্বাচন-উপযোগী পরিবেশ ও জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “গত সাত মাসে আমরা রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন ব্যবস্থার স্বল্পমেয়াদি সংস্কারের প্রত্যাশা করেছিলাম। কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও, তা এখনো আমাদের প্রত্যাশিত মাত্রায় পৌঁছেনি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কাঠামো বিবেচনায় আমি মনে করি না, এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা বলেছেন। তবে নাহিদ ইসলাম তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, পরিস্থিতি এখনো তেমন পর্যায়ে পৌঁছায়নি।
নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক, জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত বলে জানান নাহিদ ইসলাম। তবে তিনি মনে করেন, নির্বাচনের আগে "জুলাই ঘোষণাপত্র" নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্যে পৌঁছানো জরুরি।
নাহিদ বলেন, “যদি আমরা এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে দ্রুত নির্বাচন আয়োজনের সম্ভাবনা থাকবে। কিন্তু এতে দেরি হলে নির্বাচনও পিছিয়ে যাবে।”
সূত্র: রয়টার্স
সায়মা ইসলাম