
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ সাতুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির ও ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। তাৎক্ষণিক আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এস এ জিন্নাহ কবির জনকন্ঠকে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সাধারণ জনগণের বিপদ-আপদে পাশে থাকি। গত মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সাতুরিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নদী ভাঙ্গনের শিকার কয়েকটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমন সংবাদে আমি তাৎক্ষণিক আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারগুলোর খোঁজ-খবর নিতে আসি।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহায়তা দেওয়া হবে বলে জানান।
তিনি আরও বলেন, "আমি দীর্ঘ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের পাশে ছিলাম। বিশেষ করে, শিবালয়, ঘিওর, দৌলতপুর উপজেলার প্রত্যেকটি এলাকায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে লোকজনের কাছে ছুটে যাচ্ছি।"
আগুনে ক্ষতিগ্রস্ত রমজান মণ্ডল জানান, "গতকাল হঠাৎ করেই আগুন লেগে আমাদের বাড়ি ঘর পুড়ে যায়। শুধু শরীরে থাকা জামা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের এই অসহায়ত্বের মধ্যে জিন্নাহ ভাই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই।"
নিজেদের নদী ভাঙা মানুষ দাবি করে আপাতত থাকার জন্য ঘর তৈরি করে দিতে সরকারের কাছে জোর দাবিও জানিয়েছেন তিনি।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাকিব