ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শরিফুল রোমান, মুকসুদপুর

প্রকাশিত: ১৯:২৭, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৮, ৬ মার্চ ২০২৫

মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খান্দারপাড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে খান্দারপাড়া ইউনিয়নের পুরাতন বোর্ড অফিস মাঠে ইউনিয়ন বিএনপির ১, ২ ও ৩ নং ওয়ার্ড মিলে এ সম্মেলনের আয়োজন করে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর আহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিদুল ইসলাম মুন্সি।

সম্মেলনে মোঃ ইয়াসিন শেখকে ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও মোঃ জাকির হাওলাদারকে সদস্য সচিব ঘোষণা করা হয়। ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হন যথাক্রমে কামিল মুন্সি ও হাসমত শেখ এবং ৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে মোঃ মনির শেখ ও মোঃ কাশেম শেখের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়নের পুরাতন বোর্ড অফিস মাঠে সম্মেলন শেষে এখানেই ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।

রাকিব

×