ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মুখোশ কি এখন পরেছে না তখন পরা ছিলো, নিষিদ্ধ ছাত্রলীগের উদ্দেশে ইশরাক

প্রকাশিত: ১১:৫৯, ৬ মার্চ ২০২৫

মুখোশ কি এখন পরেছে না তখন পরা ছিলো, নিষিদ্ধ ছাত্রলীগের উদ্দেশে ইশরাক

ছবি:সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন,

 

 

যেখানে তিনি উল্লেখ করেন, "গত আমলে ছাত্রলীগ সাইবার বুলিং (Cyber Bullying) এবং সাইবার হয়রানি (Cyber Harassment) করার অনেক চেষ্টা করেছে। এখন দেখি আরেকটি গ্রুপও সেই একই কাজ শুরু করেছে। প্রথমে আমি কিছুটা অবাক হলেও পরে বুঝলাম, এরা তো আগের গ্রুপেরই অংশ ছিল। মুখোশ এখন পরেছে, নাকি তখন পরা ছিল, সেটা বুঝতে পারছি না।"

আঁখি

×