ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

যে কারণে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি উমামা ফাতেমা

প্রকাশিত: ০১:৩৩, ৬ মার্চ ২০২৫

যে কারণে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি উমামা ফাতেমা

উমামা ফাতেমা বলেন,আমি চাই আমি সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাডেমিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক। আমাকে এপ্রোস করা হয়েছিল কিন্তু আমি নিজেই না করে দিয়েছি। শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠন করার জন্য তো আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না।

ছাত্রদের যেই অধিকারের প্রশ্নগুলো এড্রেস হওয়ার কথা তা তো কিছুই হয় নাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতি তা থেকে দূরে সরে গেছে। সাধারণ মানুষ ছাত্র-জনতা যে অভ্যুত্থান করেছে স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল তা তো হয়নি কিছু মানুষের পকেট ভারি হয়েছে। সাধারণ মানুষের দাবিগুলো আমি মনে করি সাধারণ মানুষের যে চাওয়া দাবি আমি মনে করি সেটাই আমার প্রধান কর্তব্য।

আমি পলিটিক্সে থেকে করতে চাচ্ছি না পলিটিক্সে গিয়েছে আমাদের ভাইয়েরা। দেশে একটা বড় রাজনৈতিক দল আসার প্রয়োজন আছে এটা সঠিক। তাহলে অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা তার কি হলো। এখানে জারা আপু, সামন্ত আপু যারা এতদিন আন্দোলন করেছে তাদের স্বাগত জানাই।

 

সূত্র:https://www.youtube.com/watch?v=3Dpg37Um0TU

সাজিদ

×