ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

যে সংস্কারের কথা মাফিয়া পালিয়ে যাওয়ার পর বলা হচ্ছে,আমরা এই কথাগুলো ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলেছি:হেলাল

প্রকাশিত: ০০:২৮, ৬ মার্চ ২০২৫; আপডেট: ০০:২৯, ৬ মার্চ ২০২৫

যে সংস্কারের কথা মাফিয়া পালিয়ে যাওয়ার পর বলা হচ্ছে,আমরা এই কথাগুলো ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলেছি:হেলাল

বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এক টকশোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলেছেন। তাঁর মতে, আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, বিএনপি সেই একই দাবি অনেক আগেই তুলেছিল।


হেলাল স্পষ্ট করে বলেন, “২০১৬ সালেও আমরা সংস্কারের কথা বলেছি, তারপর ২৭ দফা দিয়েছি, সর্বশেষ ৩১ দফা দিয়েছি।” কিন্তু তিনি অভিযোগ করেন, এখন কিছু মহল এই সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চাইছে। তিনি বলেন, “সংস্কার ও বিচার,দুটোই দরকার, কিন্তু একটিকে থামিয়ে আরেকটি করা যাবে না।”
নির্বাচনের সময় নিয়ে চলছে নানা জল্পনা। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, অন্যদিকে নতুন দলগুলোর অনেকে বলছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয়। হেলাল বলেন, “বিচার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, কিন্তু বিএনপিকেও তো দ্রুত বিচার করে অনেক নেতাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

তর্ক-বিতর্ক গণতন্ত্রের অংশ, কিন্তু সেটার ভারে যেন সত্যটা চাপা না পড়ে,এমন মন্তব্য করে হেলাল বলেন, “সংসদে আলোচনা হলে সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করা যেত। কিন্তু সংসদকে পাশ কাটিয়ে যদি নানান তর্ক-বিতর্ক তোলা হয়, তাহলে ফ্যাসিবাদকে আড়াল করার সুযোগ তৈরি হয়।”


নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব নিয়ে হেলাল বলেন, “বিএনপিই তো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। নতুন দল গঠন হওয়া গণতন্ত্রের সৌন্দর্য।” তিনি মনে করিয়ে দেন, অতীতে বাকশালের শৃঙ্খলে সব রাজনৈতিক দল বন্দি ছিল, আর সেখান থেকে বহুদলীয় ব্যবস্থায় ফিরিয়ে এনেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।


হেলাল সতর্ক করেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানকে পার্শ্ববর্তী দেশ ভালোভাবে নেয়নি, এবং তাদের ষড়যন্ত্রের নীলনকশা এখনো বিদ্যমান। তিনি বলেন, “এই তর্ক-বিতর্কের মধ্যে তারা যেন সুযোগ না পায়। গণঅভ্যুত্থান বেহাত করতে তারা অপেক্ষায় আছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”


আজিজুল বারী হেলাল শেষ পর্যন্ত যা বললেন, তা স্পষ্ট-গণতন্ত্রের পূর্বশর্ত হলো অবাধ নির্বাচন। বিএনপি কোনো নতুন রিপাবলিক চায় না, বরং চায় একটি সুষ্ঠু নির্বাচন। ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে আবার সেই অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির এই লড়াই। তিনি বলেন, “সংস্কার, বিচার,সবই দরকার, কিন্তু গণতন্ত্রের প্রথম ধাপই হলো নির্বাচন, আর সেটা দ্রুত হওয়া উচিত।”


সূত্র:https://tinyurl.com/3udk7d8d

আফরোজা

×